ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি পংকজের বিরুদ্ধে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২০

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথের নির্দেশে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি মুজিব জন্মশতবর্ষ পালনে বাধা দেয়ারও অভিযোগ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা আওয়ামী লীগের কয়েকজন আওয়ামী লীগ নেতা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সেকান্দার আলী জাফর, সহ-সভাপতি হারুন অর রশিদ, কাজী ইউসুফ হোসেন, সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান মিয়াসহ অন্য নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার খান বলেন, সংসদ সদস্য পংকজ নাথ সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে বিতর্কিত একের পর এক অসাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পর্যন্ত তিনি উপেক্ষা করেছেন। বরিশাল জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত কমিটি না মেনে তার অনুসারীদের দিয়ে ছায়া কমিটি গঠন করেছেন। জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত কমিটি কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে তাদের বাধা দিয়ে আসছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদের হুমকি ও মারধর করা হচ্ছে।

আব্দুল জব্বার খান বলেন, জাতির জনক মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী কাজিরহাট থানা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ইতোমধ্যে কাজিরহাট থানা আওয়ামী লীগের উদ্যোগে পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানোসহ আমন্ত্রণ পত্র বিতরণ করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় নির্দেশনা মতো ছোট পরিসরে অনুষ্ঠানটি উদ্যাপনের উদ্যোগ নেয়া হয়। তবে গত রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে পংকজ নাথের নির্দেশে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মাহফুজুল আলম লিটন, কাজী শহীদ ও মনিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এক দল লোক কাজিরহাট থানা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অফিসের আসবাবপত্র ভাঙচুরসহ জাতির পিতা বঙ্গবন্ধু এবং নেত্রীর ছবি ভাঙচুর করে খালে ফেলে দেয় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি এলইডি টিভি নিয়ে যায় এবং অফিসে নতুন তালা ঝুলিয়ে দেয়।

এছাড়া কয়েকমাস আগে পংকজ নাথের নির্দেশে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও কাজিরহাট থানা কমিটির সহ-সভাপতির বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও অবরুদ্ধ করে রাখে। আর এসব করছে প্রশাসনের ছত্র ছায়ায়। প্রশাসনের ছত্র-ছায়ায় আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরকে মুজিববর্ষ পালন থেকে বিরত রাখতে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

তবে অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর এ কারণেই ওইসব মিথ্যা নেতিবাচক তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করা হয়েছে।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিযোগকারীদের শাস্তি দাবি করে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা শহর, ইউনিয়ন ও গ্রামে গ্রামে জাতির জনক মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেখানে একটি পক্ষ পানি ঘোলা করে ফায়দা নিতে চাচ্ছেন।

পংকজ নাথ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করিয়েছেন।

সাইফ আমীন/এমএএস/জেআইএম