ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে ইতালিফেরত চারজনসহ ৮ জন কোয়ারেন্টাইনে

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাভারে বিদেশফেরত আটজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মুল হুদা।

তিনি বলেন, সাভারে এখনও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে ১৪ মার্চ ইতালি থেকে চারজন, সৌদি থেকে দুজন ও দুবাই থেকে দুজনসহ আটজন সাভারে এসেছেন। এদের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি। তবে ঝুঁকি এড়াতে তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সেদিকে নজর রাখছে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন।

আল-মামুন/এএম/এমকেএইচ