ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরতদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:০২ এএম, ১৬ মার্চ ২০২০

গাজীপুরের পূবাইলে মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরত প্রবাসীরা বিক্ষোভ করেছেন। এর প্রেক্ষিতে রোববার (১৫ মার্চ) বিকেলে সেখান থেকে চারজনকে ঢাকায় পাঠানো হয়। অন্যরা বিকেলে ওই কেন্দ্রের ভেতর বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ইতালিফেরত কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা কেন্দ্রের ভেতরে স্লোগান দেন। তারা চিৎকার-চেচামেচি করতে থাকেন। এক পর্যায়ে কেন্দ্রের ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। অনেকে কলাপসিবল গেটের তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, ইতালিফেরত এসব ব্যক্তিদের এই কেন্দ্রে যত্নে রাখা হয়েছে। তারপরও কিছু লোক নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে। তারা ওই কেন্দ্রে থাকতে চাচ্ছেন না। পর তাদের বুঝিয়ে শান্ত করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভুইয়া জানান, রোববার বিকেলে বিক্ষোভ ও ভাংচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার ইতালিফেরত ৪৮ জনকে পূবাইল এলাকার মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়। রোববার (১৫ মার্চ) বিকেলে সেখান থেকে মুক্ত হতে বিক্ষোভ করে কলাপসিবল গেটের তালা ভেঙে হাসপাতালের চত্বরে বেরিয়ে আসেন তারা।

মো. আমিনুল ইসলাম/এমএসএইচ