সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫ প্রবাসী
ইতালি, ওমান ও স্পেনফেরত ৫ জনকে সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩ জন ইতালি, আর দুজন ওমান ও স্পেন থেকে দেশে ফিরেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) বিদেশফেরত পাঁচজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়। পরে রোববার তাদের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেয়া হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলায়।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, প্রবাসী পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে কেউ নিজ থেকে, আবার কাউকে আমরা খবর দিয়ে আমরা কোয়ারেন্টাইন ব্যবস্থায় নিয়ে এসেছি। তারা এখন পুরোপুরি সুস্থ আছেন। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
মোসাইদ রাহাত/এমএসএইচ