মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন স্বচ্ছ ভর্তি পরীক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন এবং সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্দোলনের ২১তম দিন শনিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল ছাত্র জোট এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষার্থী শাহাদাত শোভন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শারমিন জাহান পপি, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক নবীন আহমেদ এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থী ফারজানা ফেরদৌস।
সংহতি সমাবেশে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং প্রগতিশীল ছাত্র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করে নতুন স্বচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানান। প্রশ্ন ফাঁস হয়নি বলে সরকারের দাবিঅমূলক উল্লেখ করে প্রশ্ন ফাঁসের প্রমাণ দিতেও প্রস্তুত আছেন বলে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শিক্ষার্থীরা।
সাইফ আমীন/এআরএ/আরআইপি