দেশে আইএস আছে বিশ্বাস করি না : নৌমন্ত্রী
বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থার কাছে বাংলাদেশে আইএসের অবস্থান আছে বলে তথ্য নেই। তাই দেশে আইএস আছে এমন কথা বিশ্বাস করি না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।
শনিবার বিকেলে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের কিছু কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে দেশের ভাবমূতি ক্ষুণ্ন করেছে। যে দেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে। এরপর থেকে বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তলফদার ও বগুড়া জেলা মোটর শ্রমিকের সভাপতি আব্দুল লতিফ খান প্রমুখ।
আব্বাস আলী/এআরএ/আরআইপি