ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিক্রির ১১দিন পর কিশোরী উদ্ধার

প্রকাশিত: ১২:৫২ পিএম, ১০ অক্টোবর ২০১৫

নাটোরের সিংড়ায় এক কিশোরীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়ার ১১ দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

বর্তমানে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সিংড়ার চৌপুকুরিয়া এলাকার এক কিশোরীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে নিয়ে যায় স্থানীয় দালাল। কিশোরীটিকে নিয়ে যাওয়ার পরে থেকে কোনো যোগাযোগ না করায় সন্দেহ হলে পুলিশে খবর দেয় ওই কিশোরীর পরিবার। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

পুলিশের ধারণা চাকরি দেওয়ার নামে তাকে টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেয় দালাল। তবে তদন্তের স্বার্থে দালালের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ।

রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি