ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১০:০০ পিএম, ১১ মার্চ ২০২০

নেত্রকোনায় বেশি দামে মাস্ক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান চালান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার আরাফ মেডিকেল হলে অভিযান চালান। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম একই এলাকার সাহিদা মেডিকেল হলে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির দায়ে জনি স্টোরকে পাঁচ হাজার টাকা ও খেলাফত স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে ভোক্তা সাধারণের মাঝে ন্যায্যমূল্যে মাস্ক বিক্রির ব্যবস্থা করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাজার তদারকির অভিযানে জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক সুজিত কুমার মাইতিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কামাল হোসাইন/এএম/জেআইএম