ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য দিয়েই বাংলাদেশে ঢুকতে হবে

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১১ মার্চ ২০২০

বিশ্বের বিভিন্ন দেশের পর এবার বাংলাদেশেও ছোবল বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে ইতালিফেরত দুজনসহ তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাস পাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠন (আইইডিসিআর)।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান না পেলেও ভাইরাসটি প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ইতোমধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী হাসপাতালটির পুরুষ ও মহিলা ওয়ার্ডটি প্রস্তুত করা হচ্ছে। কোনো রোগী পেলে সেখানে পর্যবেক্ষণে রাখা হবে।

এছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশন ইউনিট চালু করা হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিটি ইউনিটে দুটি করে শয্যা থাকবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করে বাংলাদেশে ঢুকতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এসব ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার মিভিল সার্জন মো. শাহ আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে আমরা দফায় দফায় বৈঠক করছি। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাইনি। কিন্তু আমাদের সব প্রস্তুতি নেয়া আছে। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

তিনি বলেন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করে বাংলাদেশে ঢুকতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ