১৫ টাকার মাস্ক ২০০ টাকায় বিক্রি, ধরে ফেললেন ম্যাজিস্ট্রেট
রংপুরে বেশি দামে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ ফার্মেসি মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও তনুকা ভৌমিকের নেতৃত্বে রংপুর নগরীর কাচারী বাজার, ধাপ, পৌরবাজার ও গ্রান্ড হোটেল মোড়ে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় নগরীর ধাপ এলাকায় বেগম ফার্মেসি ও ঢাকা সার্জিক্যালে ১৫ টাকার একটি ফেস মাস্ক ২০০ টাকায় বিক্রির অভিযোগে এ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও তিনটি ফার্মেসির বিরুদ্ধে একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড নীতি-নৈতিকতা বিবর্জিত। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করতে এই অভিযান। পাঁচটি ওষুধের দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জিতু কবীর/আরএআর/পিআর