ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ১১৫৫ টি অবৈধ মোটরযান আটক

প্রকাশিত: ০৭:৩০ এএম, ১০ অক্টোবর ২০১৫

সাতক্ষীরা জেলাব্যাপি অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১১৫৫টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

এছাড়া বৈধ কাগজপত্রবিহীন ও অনিরাপদ অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে ২২৭৯টি মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে জেলাব্যাপি পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যে সকল মোটরযান মালিকরা এখনো বৈধ কাগজপত্র করেননি তাদের কাগজপত্র করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।

এসএস