আখাউড়ায় সাড়ে ৯ হাজার ইয়াবাসহ তরুণ আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (৮ মার্চ) রাতে উপজেলার সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আখাউড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা তাকে আটক করেন।
আটক ওই তরুণ নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণদী গ্রামের মৃত সাহারাজ মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ন৯টা পর্যন্ত সেনারবাদী এলাকায় অভিযান চালায় আখাউড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) বিজিবি সদস্যরা। সেখানে সীমান্ত পিলার ২০২৪ থেকে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ সাইফুলকে আটক করেন বিজিবি সদস্যরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৯ লাখ ৬৫ হাজার টাকা। সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর