ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০২:০৯ এএম, ১০ অক্টোবর ২০১৫

পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গি তাজিয়াপাড়া গ্রামে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জনতা সন্দেহভাজন ৩ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহতদের মধ্যে একজনের নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি নাটোর জেলার সিংড়ার বেলতার ছেলে বলে পুলিশ জানায়। অন্যজনের নাম এখনো জানা যায়নি। আতাইকুলা থানার আহত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল বারিক (৪২)। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, চোর সন্দেহে আটক তিনজন হলেন, নাটোরের সিংড়া উপজেলার রামানন্দপুর খাজুরী গ্রামের মৃত ওসমান গনির ছেলে ইয়ারুল(৩৫), নওগাঁর রানীনগর উপজেলার সাদিকপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবুল (৩৫) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় বৈরামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফরমান (৩০)।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুরে আলম এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সড়াডাঙ্গি তাজিয়াপাড়া গ্রামের আব্দুস সুবহান, আব্দুস সালাম ও আবুল কালামের বাড়িতে একদল গরু চোর চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা সমবেত হয়ে চোরদের ধাওয়া করে ২ জনকে ধরে গণপিটুনি দেয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশের একটি দল সেখানে গেলে জনতার রোষে পড়েন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ কনস্টেবল আব্দুল বারেক মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে পরিস্থিতি শান্ত হওয়ার পর নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে আহত পুলিশ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে জনরোষ থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়া একজন স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে গিয়ে আশ্রয় নেয়। ভোর ৫টার বিক্ষুব্ধ জনতা ইয়ারুল নামক ওই সন্দেভাজন চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এছাড়া দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আকিজ জুট মিলের পেছনে ধান ক্ষেতের মধ্যে থেকে জনতা বাবুল ও ফরমানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদের মধ্যে গুরুতর আহত ইয়ারুলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এলাকাবাসী জানান, আতাইকুলা থানার সড়াডাঙ্গী তাজিয়াপাড়া কাছারপুর গ্রামে ২ মাসে ৮/৯টি বাড়ি থেকে ২০/২২ টি গরু চুরি হয়েছে। চুরি আতঙ্কে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়। চুরির খবর শুনে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধাওয়া দিয়ে চোরদের গণপিটুনি দেয়।

একে জামান/এসএস/এমএস