ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে। নতুন প্রজন্মকে স্বপ্ন না দেখালে তারা উপরের দিকে ধাবিত হবে না। শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তাদের সে স্বপ্ন দেখাতে হবে যে স্বপ্ন তাদের জীবন সংগ্রামী হতে শেখাবে, জীবনের মান শেখাবে, মূল্যবোধ শেখাবে, সুশিক্ষিত হওয়ার অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি জ্ঞানে-গরিমায় আভিজাত্যে তত বেশি উন্নত। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এসে যে জাতি শিক্ষা থেকে পিছিয়ে থাকবে সে জাতি বিশ্বে টিকে থাকতে পারবে না।

সাবেক প্রধান শিক্ষক আবদুল বারীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম, আবদুল লতিফ মাস্টার, তাজুল ইসলাম শিকারপুরী প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস