সিলেটের বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট চালুর নির্দেশ
সিলেটের সকল বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংশ্লিষ্টদের স্বাস্থ্য অধিদফতরের এমন নির্দেশনার বিষয়টি জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. দেবপদ রায়। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সিলেটে কেবল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) চালু হওয়া এ ইউনিটে মাত্র একজন রোগী ভর্তি রয়েছেন।
জেলা প্রশাসকের নেতৃত্বে মাল্টি সেক্টরাল কমিটি
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামকে প্রধান করে একটি মাল্টি সেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির সদস্যসচিব করা হয়েছে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে।
সিলেটের পুলিশ সুপার, ওসমানী হাসপাতালের পরিচালক, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য রাখা হয়েছে।
এছাড়া উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্যসচিব করে আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছামির মাহমুদ/বিএ