ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে রাকিব হোসেন ও খুলনার কয়রায় হাদিউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

বুধবার (০৪ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকারীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বিক্ষুব্ধরা।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও যুগ্ম-আহ্বায়ক আবু তালেব প্রমুখ।

jagonews24

গত রোববার (০১ মার্চ) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের ওপর এলোপাতাড়ি গুলি চালায় শিবিরের কর্মীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন নিহত হন।

অন্যদিকে খুলনার কয়রায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সোমবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

কাজল কায়েস/এএম/এমকেএইচ