ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় ধরা, অতঃপর...

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:১৬ এএম, ০২ মার্চ ২০২০

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় তপন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। গত শনিবার রাত ১২টার দিকে তপনকে পিটিয়ে আহত করলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তপন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে। আর প্রেমিকা রোমানা (১৬) বুড়িপোতা গ্রামের রশিদুল ইসলামের মেয়ে।

তপনের প্রেমিকা রোমানা জানান, তার সঙ্গে তপনের দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। গত শনিবার রাতে তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল। কথামতো তপন রাত ১২টার দিকে তার এক বন্ধুকে নিয়ে বুড়িপোতা যান। এ সময় রোমানা রাস্তায় বের হয়ে এলে তার এক মামা স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন দেখে ফেলেন। তখন আনোয়ারসহ গ্রামের বেশ কয়েকজন গাছের ডাল দিয়ে তপনকে গণপিটুনি দেন।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় কিছু যুবক তপনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রোববার সকালে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রাজশাহী নেয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

তপনের বাবা আনছার আলী বলেন, আমার ছেলেকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার চাই।

এসআই অর্জুন কুমার সরকার জানান, রোববার বিকেলে ৯৯৯ থেকে ফোন করা হলে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মেয়েটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে, যাতে অভিযুক্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/এফএ/পিআর