ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭ খুন: রানার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৮ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় গ্রেফতারকৃত চার্জশিটভুক্ত আসামি র‌্যাব-১১ এর সাবেক ক্যাম্প কমান্ডার চাকরিচ্যুত লে. কমান্ডার এম এম রানার জামিন না মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ সিদ্দিকীর আদালতে মামলার শুনানিতে এ আদেশ দেয়া হয়।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফজলুর রহমান জাগো নিউজকে জানান, এম এম রানার পক্ষে আদালতে জামিন প্রার্থনা করা হয়েছিল। আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, ঢাকা সুপ্রিমকোর্টের দুইজন আইনজীবী এম এম রানার পক্ষে জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন। আদালত রানার জামিন না মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, বুধবার নির্ধারিত তারিখে সাত খুনের মামলার চার্জশিটভুক্ত ২২ আসামিকে কঠোর প্রহরায় হাজির করা হয়। ওই দিন আদালতে তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন না মঞ্জুর করেছেন। এছাড়া পলাতক ১৩ আসামিকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদালত নির্দেশনা দিয়েছে।

সাত খুনের ঘটনার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারি কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২ জন গ্রেফতার রয়েছেন আর ১৩ জন পলাতক।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন এবং ১ মে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মো:শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি