নাটোরে নৈশপ্রহরীকে হত্যা করে ৩ দোকানে লুট
নাটোর শহরের উত্তরা সুপার মার্কেটের নাইট গার্ডকে হত্যা করে তিনটি গার্মেন্টসের দোকানে সাত লাখ ৩৪ হাজার টাকা লুট করে নিয়েছেন দুর্বৃত্তরা। নিহত নাইট গার্ডের নাম কাজী আবুল বাশার ডিয়ার (৬৫)। তিনি শহরের আলাইপুর মহল্লার মৃত কাজী আবুল ফজলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উত্তরা সুপার মার্কেটের দ্বিতীয় তলার ব্যবসায়ীরা সকালে দোকানে এসে পদ্মা গার্মেন্টস, মিম ফ্যাশন ও মিজান গার্মেন্টস এর দোকানের তালা ভাঙা দেখতে পান। এসময় তিন তলায় নাইট গার্ড ডিয়ারের গলায় রশি পেচানো মৃতদেহ তৃতীয় তলার টিনের চালার লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকাল ১০টার পরে পুলিশ এসে দড়ি কেটে নাইট গার্ড ডিয়ারের মরদেহ নিচে নামান। অপরদিকে তিনটি গার্মেন্টসের দোকানে তালা ভাঙা দেখা গেলেও কোনো পণ্য খোয়া যায়নি। তবে দুর্বৃত্তরা তিনটি দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যনে।
এ বিষয়ে দোকান তিনটির মালিক জাগো নিউজকে জানান, মিম ফ্যাশানের ক্যাশ বাক্স ভেঙে এক লাখ ২০ হাজার মিজান গার্মেন্টসের দুই লাখ ৮০ হাজার এবং পদ্মা গার্মেন্টসের তিন লাখ ৩৪ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৩৪ হাজার টাকা লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমেদ জাগো নিউজকে জানান, নাইট গার্ডকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে তিনটি দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত টাকা-পয়সা লুট করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রেজাউল করিম রেজা/এমজেড/পিআর