ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৮ অক্টোবর ২০১৫

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনএনবি পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সুরভি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সুরভি পরিবহনের বাসটি রাস্তার পাশে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। সুরভি পরিবহনের বডি কেটে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই যুবক বাসটির হেলপার হতে পারে। দুর্ঘটনায় আহত যাত্রীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএম খোরশেদ/এসএস/পিআর