ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একুশের চেতনা ধারণে ঝিনাইদহের সড়কে রঙিন আল্পনা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

একুশের চেতনা ধারণে ঝিনাইদহ শহরের দুই কিলোমিটার সড়ক রঙিন আল্পনায় রাঙিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আল্পনা আঁকার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলাম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, স্বপ্নচারু আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী শাহীন চারুদেশ, চিত্রশিল্পী শফিক মাহমুদ, নিধির বিশ্বাস উপস্থিত ছিলেন।

আল্পনা শিল্পীরা বলেন, যাদের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষা এবং লাল সূর্য পেয়েছি পরবর্তী প্রজন্মের কাছে আল্পনার মাধ্যমে আমরা একুশের চেতনাকে নিয়ে যেতে চাই। যেন তারা এটাকে হৃদয়ে ধারণ করতে পারে।

jagonews24

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মনের মাধুরি মিশিয়ে কল্পনার জগৎকে ফুটিয়ে তোলার আরেক নাম আল্পনা। বাঙালির সব প্রাণের উৎসবে মিশে আছে আল্পনার রঙ। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আল্পনা আমাদের আরও বেশি আকৃষ্ট করে ভাষার প্রতি।

তিনি আরও বলেন, ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করি। শিক্ষার্থী তথা বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ।

রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে একুশের চিত্র। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএআর/এমকেএইচ