মাগুরায় দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। এ উপলক্ষে মাগুরায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। কাদামাটি, খড়-কাঠ আর প্রতিমা নিয়েই এখন তাদের দিন রাত পার হচ্ছে ব্যস্ততার মধ্য দিয়ে।
হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে ধর্মীয় উৎসব, উৎসবের ডামাডোলে পরিণত হবে আর মাত্র কয়েকদিন পরই। তাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাগুরার সর্ববৃহৎ হিন্দু এলাকা নতুন বাজার, সাতদোয়া, কালীবাড়িসহ বিভিন্ন পাড়া-মহল্লায় প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। প্রতিমা ও এর প্রত্যেকটির অনুষঙ্গ তৈরি, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ মাগুরার প্রতিমা শিল্পীদের। আয়াঢ়ের ২০ তারিখ থেকে তারা প্রতিমা তৈরি শুরু করেছেন। এখন কাজ প্রায় শেষের দিকে। আর এক সপ্তাহের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোতে রং তুলির শেষ আঁচড় দেয়া হবে বলে জানান শিল্পীরা।
এবার জেলার চারটি উপজেলায় মোট ৬১৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২১৫টি, শ্রীপুরে ১৩৬টি, মহম্মদপুরে ১২৪টি ও শালিখায় ১৩৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৮-১৯ অক্টোবর দেবির বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হতে যাচ্ছে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজ জানান, ইতোমধ্যে সব থানায় বিশেষ বর্তা পাঠানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ও মণ্ডপ তৈরি থেকে স্থাপন পর্যন্ত সব কার্যক্রম ও আচার অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন সে ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপর নজর রাখতে বলা হয়েছে।
মাগুরা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জাগো নিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা দেয়া হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর