ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শুদ্ধস্বরে গাইতে হবে জাতীয় সংগীত

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

পিরোজপুরে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ‘দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালী সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কাউখালী সরকারি মহাবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

Pirojpur-1

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিয়াজুল ইসলাম।

সভায় ইউএনও খালেদা খাতুন রেখা বলেন, আমরা বীরের জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের জাতীয় সংগীত রয়েছে। এ সংগীত গাইতে ভুল করা যাবে না। শুদ্ধস্বরে গাইতে হবে জাতীয় সংগীত। সবাইকে মিলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।

এএম/পিআর