ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রী বিদ্যুতের নতুন ৩ ইউনিটের উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত তিনটি বিদ্যুৎ ইউনিট। এদিন বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিম্পল সাইকেল), ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্লান্ট ও মিডল্যান্ড আশুগঞ্জ ৫১ মেগাওয়াট বিদ্যু কেন্দ্র’ নামে সম্পূর্ণ গ্যাস ভিত্তিক নতুন তিনটি ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে আরো ৩৯৫ মেগাওয়াট বিদ্যুৎ। জানা যায়, দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বর্তমানে ৯টি নিজস্ব ইউনিট রয়েছে। এছাড়া বেসরকারি রেন্টাল ইউনিট রয়েছে আরো ৩টি। নিজস্ব ও রেন্টাল ইউনিট মিলিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৮শ মেগাওয়াট।

তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২১১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ‘আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিম্পল সাইকেল), সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে  ১৪২৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত ইউনাইটেড আশুগঞ্জ ২শ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্লান্ট ও বেসরকারি রেন্টাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩শ কোটি টাকা ব্যায়ে নির্মিত মিডল্যান্ড আশুগঞ্জ ৫১ মেগাওয়াট বিদ্যু কেন্দ্র’ উদ্বোধনের ফলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে প্রায় ১২শ মেগাওয়াট। এতে করে দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন তিন বিদ্যুৎ ইউনিট উদ্বোধনের অন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ.এম.এস সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, নতুন তিন বিদ্যুৎ ইউনিট উদ্বোধনের জন্য আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নতুন এই তিন বিদ্যুৎ ইউনিট উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে আরো ৪শ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি