ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭ খুন মামলা : তারেক সাঈদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার শুনানিতে অ্যাডভোকেট সারোয়ার মিয়ার নেতৃত্বে পাঁচ আইনজীবী আদালতে চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদের জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

নির্ধারিত শুনানির দিন গ্রেফতারকৃত ২২ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বুধবার সকালে নির্ধারিত শুনানির দিনে র‌্যাব-১১ এর সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ অভিযুক্ত আসামিদের হাজির করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ আদালতের এপিপি ফজলুর রহমান জাগো নিউজকে জানান, পলাতক ১৩ আসামিকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদালত নির্দেশনা দিয়েছেন। এছাড়া এদিন আদালতে তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত সেটা না মঞ্জুর করেছেন। কারণ তারেক সাঈদ হলো পুরো ঘটনার নায়ক। বিভিন্নজনের জবানবন্দিতে তারেক সাঈদের নাম উঠে এসেছে।
 
আদালতে শুনানি চলাকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ল্যান্স কর্পোরাল রুহুল আমিন আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
 
প্রসঙ্গত, নৃশংস সেভেন মার্ডারের ঘটনার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, র্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২ জন গ্রেফতার রয়েছে আর ১৩ জন পলাতক।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস