ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাটখিলে চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে খুন!

প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

নোয়াখালীর চাটখিলের পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে নজরুল ইসলাম নামের এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দশঘরিয়া বাজারের আল্লাহর দান স্টোরের আনোয়ারের মুদি দোকান থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নজরুল ইসলাম (৩০) পূর্ব পরকোর্ট গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি আনোয়ারের মুদি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতরে ঘুমিয়ে যান কর্মচারী নজরুল। সকালে স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। এর এক পর্যায়ে দোকানের পেছনের বেড়া ভাঙা দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান থেকে নজরুল ইসলামের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় দোকানের পেছন দিয়ে কোনো দুর্বৃত্ত চুরি বা অন্যকোনো উদ্দেশ্যে দোকানে ঢােকে। তখন তাদের বাঁধা দেওয়ায় নজরুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। দোকানের মালামাল এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এদিকে স্থানীয় আরো একটি সূত্র জানায়, চাটখিলের শীর্ষ সন্ত্রাসী খুইস্যা ডাকাতের ভাগিনা মনা কিছুদিন আগে দোকান মালিক আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা নিয়ে কর্মচারীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

মিজানুর রহমান/এমজেড/এমএস