ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা

প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু ট্রেনের কয়েকশ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। বুধবার ভোর তিনটা ২০ মিনিটের দিকে টাঙ্গাইলের এলেঙ্গায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে ধাক্কা দিয়ে দ্রুত ট্রেনটি থেমে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। তবে ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয় বলে নিশ্চিত করেছেন ওই ট্রেনের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু ট্রেনটি। এরপর ট্রেনটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় গিয়ে চৌরাস্তার মোড়ে রেললাইনের উপরে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সেইসঙ্গে ট্রেনটি দ্রুত থেমে গেলেও নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেন চালক। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
 
এদিকে, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। ইঞ্জিনের সামনের অংশসহ তেলের ট্যাঙ্কিও ফেটে যায়। পরে ধীর গতিতে ট্রেনটি কোনোমতে জয়দেপুর স্টেশনে পৌছায়।

ট্রেনের গার্ড বোরহান উদ্দিন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে। তবে এখনো ট্রেনটি জয়দেবপুর স্টেশনেই দাঁড়িয়ে আছে। নতুন লাগানো ইঞ্জিনটিও কাজ করছিল না। ফলে যাত্রীরা জয়দেবপুর স্টেশনেই অপেক্ষা করতে থাকেন। এতে যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়।  

অপরদিকে ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, বালুবাহী ট্রাকটির ইঞ্জিন রেললাইনের উপর এসে বন্ধ হয়ে যায়। এরপর ট্রেন যাওয়ার আগেই সেটি সারানোর চেষ্টা করছিলেন ট্রাকের চালকসহ তার সহযোগী। কিন্তু তাতে তারা ব্যর্থ হন। ফলে ট্রেন সেখানে পৌঁছার আগেই তারা সেখান থেকে সটকে পড়ে।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস