বুধবার পার্বত্য তিন জেলায় ছাত্র ধর্মঘট
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
৩০ সেপ্টেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই ছাত্র ধর্মঘট ঘোষণা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। কর্মসূচি সফল করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন পিসিপির নেতারা।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব রক্ষায় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদ চলমান অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছে। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ বা সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা না করা পর্যন্ত জুম্ম ছাত্র সমাজ আন্দোলন চালিয়ে যাবে। চলমান এই আন্দোলনের অংশে পার্বত্য চুক্তিবিরোধী ও জুম্মস্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আরআইপি