ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকল সরবরাহের দায়ে দুই শিক্ষকসহ সাত ছাত্র বহিষ্কার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষকসহ সাত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

এসএসসি পরীক্ষা চলাকালীন বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল অ্যান্ড কলেজ ও ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন বুড়াইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষার্থীদের নকল সরবরাহের সময় দুই শিক্ষককে ধরা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।

একই সঙ্গে ওই কেন্দ্রে নকল করার দায়ে চার শিক্ষার্থী ও পাশের ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই কারণে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন গলাকাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা পারভীন ও সোহেল রানা। তাদের বিরুদ্ধে এর আগেও দুটি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ ছিল।

জাহিদ খন্দকার/এএম/পিআর