ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ২ মানবপাচারকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৭:০০ এএম, ০৬ অক্টোবর ২০১৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুইটি গ্রামে অভিযান চালিয়ে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা সি আই ডি পুলিশ। সোমবার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, একই উপজেলার সুজাপুর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন (৪৫) ও দেওতাহার গ্রামের মৃত আরেফিন উদ্দিনের ছেলে আমির উদ্দিন (৫৫)।  

থানা সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র মানুষদেরকে লোভনীয় ফাঁদে ফেলে মালয়েশিয়ায় লোভনীয় চাকরির প্রলোভন দিয়ে সমুদ্র পথে নিয়ে যাওয়া হয়। এই হতভাগ্যদের মালেয়েশিয়া, মায়ানমার, ও ব্যাংককের জলসীমানা থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে উদ্ধারকৃতদের আত্মীয় ক্ষেতলাল উপজেলার বানিয়াচপড় গ্রামের আজমল হোসেন বাদী হয়ে ক্ষেতলাল থানায় উক্ত দুইজনের নাম উল্লেখসহ মানবপাচার চক্রের অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। যার মামলা নম্বর-১১। মামলার তারিখ-২৬-৮-২০১৫।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, মামলাটি পরে সি আই ডি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সোমবার সন্ধ্যায় ক্ষেতলাল থানা পুলিশের সহযোগিতায় ঢাকা সি আই ডি পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এমজেড/পিআর