ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় পাওয়া গেল দেড় কোটি টাকার স্বর্ণ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২০

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, স্বর্ণের বড় চোরাচালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের লক্ষ্মীদাড়ি পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় রাস্তার ওপর দুই কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। পরে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত এসব স্বর্ণের মূল্য এক কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা। এসব স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর