ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে নির্যাতনের প্রতিবাদে পিকাপ শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

বরিশাল নগরীর তিনটি প্রবেশদ্বারে অতিরিক্ত সিটি টোল আদায় এবং মিনি ট্রাক (পিকাপ) শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে সিটি কর্পোরেশনের সামনে পিকাপ রেখে অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। সোমবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপি অবস্থানকালে সেখানে বিক্ষোভ করেন তারা।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি মো. মাসুম জাগো নিউজকে জানান, বাইরে থেকে নগরীতে প্রবেশের জন্য সিটি কর্পোরেশন থেকে তিনটি প্রবেশদ্বারে একটি পিকাপের ৩০ টাকা সিটি টোল দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু টোল আদায়ের দায়িত্বে নিয়োজিতরা ৩০ টাকার স্থলে ৫০ টাকা করে সিটি টোল আদায় করছেন। এর প্রতিবাদ করলে কিংবা অতিরিক্ত টোল দিতে রাজি না হলে শ্রমিকদের মারধর করেন তারা। এমনকি তারা দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে শ্রমিকদের ধরে হাত-পা এবং পিকাপের গ্লাস ভেঙে দেন বলে অভিযোগ করেন তিনি।

পিকাপ মালিক মো. মজনু মিয়া অভিযোগ করে জাগো নিউজকে জানান, এই অনিয়মের বিষয়ে এর আগে একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোনো প্রতিকার পাননি তারা। তাই দুপুরে নগর ভবনের সামনের সড়কে এলোপাথারিভাবে পিকাপ রেখে বিক্ষোভ করেন।

পরে মিনি পিকাপ মালিক-শ্রমিকদের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ জানান এবং প্রতিকার চান। এসময় সিটি কর্পোরেশন থেকে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জাগো নিউজকে জানান, সিটি কর্পোরেশন থেকে টোল বাড়ানো হয়নি। প্রতিদিন সিটির মধ্যে একবারই টোল দেয়ার নিয়ম রয়েছে। সিটি টোল আদায়ে অনিয়ম এবং শ্রমিক নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে বিসিসির বাজার শাখার সুপারিনটেন্ডেন্ট আবুল কালাম আজাদকে দায়িত্ব দেয়া হয়েছে।

এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকেসহ (সুপারিনটেন্ডেন্ট) টোল আদায়ে দায়িত্বরত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর পিকাপ মালিক-শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।

এদিকে শ্রমিকরা ব্যস্ততম ওই সড়ক অবরোধ করায় পথচারী এবং সাধারন যাত্রীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়।

সাইফ আমীন/এমজেড/বিএ