ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ১০ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ১০ ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এর আগে আদিতমারী উপজেলার নামুড়ি কদমতলা মোড় থেকে তাদেরকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ।

আটকরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের আব্দুর আলীর ছেলে ফরিদুল ইসলাম (২২), সৈয়দ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), তাজুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৬), সাহেদ আলীর ছেলে নাজমুল ইসলাম (২২), সহিদ আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২২), রফিকুল ইসলামের ছেলে ফিরোজ মিয়া (২১), ওয়াজেদ আলীর ছেলে সজিব মিয়া (২২), লুৎফর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), জাহাঙ্গীর আলমের ছেলে মিলন মিয়া (১৯), আক্তার আলীর ছেলে মশিউর রহমান (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে ফিরোজ সরকার বাব (৩০) নামুড়ি এলাকার আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে শনিবার গভীর রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় ওই মহাসড়কের নামুড়ি মদনপুর কদমতলা মোড়ে ছিনতাইকারী চক্রটি তার গতিরোধ করে পকেটে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নেন। ওই সময় আদিতমারী থানার একদল পুলিশ ওই পথ ধরে ফিরছিলেন।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সোবহান জাগো নিউজকে জানান, আটকদের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এমজেড/আরআইপি