ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় চট্টগাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অনেক যাত্রী। দুর্ঘটনার পর রাত সাড়ে ৭টার পর থেকে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বোববার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকেই বন্ধ রয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রেকার ও উদ্ধারকারী যন্ত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হবে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি