ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় বাবা-মেয়ে হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

খুলনা মহানগরীর লবনচরা এলাকায় চাঞ্চল্যকর বাবা-মেয়ে হত্যার অন্যতম প্রধান আসামি পিটিলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে তাকে অপহরণ করা হয়েছে বলে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করা হয়েছে। তবে পুলিশ বলছে এটা একটা নাটক ছাড়া আর কিছু না। এই মামলায় লিটন ছাড়া অন্যকোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।

সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে পিটিলের নেতৃত্বে আবু সাইদ, শরিফুল, লিটন ও পলাশ নগরীর লবনচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার বাসিন্দা ইলিয়াস চৌধুরীর বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে ইলিয়াস চৌধুরীর মেয়ে ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানাকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় বাবা ইলিয়াস চৌধুরীকেও একই কায়দায় হত্যা করে বাড়ির সেফটিক ট্যাংকিতে মরদেহ ফেলে দেন তারা।

এই ঘটনায় পুলিশ লিটনকে গ্রেফতার করে। লিটন ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। কিন্তু অন্য চার আসামি পিটিল, আবু সাইদ, শরিফুল ও পলাশ রয়েছে এখনো ধরা ছোয়ার বাইরে।

এদিকে পিটিলের পরিবার দাবি করেছেন, বাবা-মেয়ে হত্যার পর থেকে পিটিল রাজধানীর ধানমন্ডির হাজারিবাগ এলাকায় আত্মগোপন করে। কিন্তু গত শুক্রবার রাতে অজ্ঞাত লোকেরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পিটিলের দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পিটিলের বিষয়ে তিনি বলেন, পিটিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাকে যদি প্রশাসনের লোকরা নিয়ে যেতো তাহলে আমাদের কাছে অবশ্যই তথ্য থাকতো। পিটিল ও তার পরিবার এটা নিয়ে নাটক সাজিয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি