ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেবার মানোন্নয়নে মানসিকতার পরিবর্তন করতে হবে

প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ অক্টোবর ২০১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সেবার মানোন্নয়নে মানসিকতা পরিবর্তন করতে হবে। তাহলেই আর্থ-সামাজিক উন্নয়ন আরো সহজ হবে। সুশাসন তথা সেবার মানোন্নয়ন প্রতিষ্ঠা করতে প্রয়োজন একদল সৎ, নিষ্ঠাবান, দক্ষ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কর্মী।

রোববার সকালে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজনে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দফতর প্রধানদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিপিএটিসির আপিএস-টিকিউএম প্রকল্প পরিচালক ফেরদৌস আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বনিক, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন শাহাদাৎ হোসেন প্রমুখ।

মিলন রহমান/এআরএ/পিআর