ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় গলাটিপে শিশু হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৪ অক্টোবর ২০১৫

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে খুলনার দিঘলিয়া উপজেলায় রাবেয়া খাতুন (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় রাসেল (১৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।

রাবেয়া খাতুন স্থানীয় আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। রোববার সকাল ৯টায় স্থানীয় দেয়াড়া গ্রামের একটি পুকুর থেকে রাবেয়ার মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের মা রাশু বেগম (৩৫), বোন পিংকি (১৭) ও নানী মনোয়ারা বেগম (৬৫) কে থানায় আটক করা হয়েছে।

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, শিশুটিকে প্রথমে গলা টিপে ও পরে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার দেয়াড়া গ্রামের শাহাজান বয়াতির মেয়ে রাবেয়া খাতুন (৮) শনিবার রাতে টেলিভিশন দেখার জন্য প্রতিবেশী হোসেনের বাড়িতে যায়। হোসেনের ছেলে ইবাদত হোসেনের ঘরে টিভি দেখছিল সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার সকালে ওই বাড়ির পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা শাহাজান বয়াতির অভিযোগ, সম্পত্তি নিয়ে তার সঙ্গে ইবাদত হোসেনের পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি