ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৪ অক্টোবর ২০১৫

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরে একই স্থানে তারা মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়ার দাবি জানান। যাতে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়। তানা হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিতে শিক্ষার্থীরা বাধ্য হবে বলে জানানো হয়।

মানববন্ধন চলাকালে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।  

শাহরিয়ার অনতু/এসএস/পিআর