বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ৪ ব্যাপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি।
রোববার সকাল ১০টায় নওগাঁ জিলা স্কুল মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, সহকারী শিক্ষা অফিসার সোনালি সরকার, নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলার শ্রীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাণীনগর উপজেলার লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। ৪ দিনব্যাপি এ খেলায় ৮টি দল অংশগ্রহণ করবেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংস্থার নির্ধারিত ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ