ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চার কিশোর কারাগারে

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১১:৫৬ এএম, ১১ জানুয়ারি ২০২০

শরীয়তপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চার কিশোরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডোমসার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (১১ জানিুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।

পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, সদর উপজেলার ভত্তাইসার এলাকার এক ভ্যানচালকের মেয়ে ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছিল তারা। এ নিয়ে শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর বাবা পালং মডেল থানায় মামলা করেন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, যারা স্কুল-কলেজছাত্রীদের উক্ত্যক্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। এখন থেকে পুলিশ ওই এলাকায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে।

ছগির হোসেন/আরএআর/এমএস