ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভার সেনানিবাসে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০২০

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের মতো সাভার সেনানিবাসেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভার সেনানিবাসের এডহক ১১ বীরের প্রশিক্ষণ মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেলুন ও পায়ড়া উড়িয়ে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এ সময় সাভার সেনানিবাসের অফিসার, জেসিও, এনসিও এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাভার সেনানিবাসে অবস্থিত বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী উপস্থিত থেকে এসব অনুষ্ঠান উপভোগ করেছেন।

অন্যদিকে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকেও উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আল-মামুন/এএম/পিআর