শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুরোদমে চলছে প্রতিমা ও পূজা মণ্ডপ তৈরির কাজ। জেলায় এবার ৪০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে জেলায় ৩৩৫টি ও মহানগর এলাকায় রয়েছে ৬৭টি। তাই ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের প্রতিমা শিল্পীরা।
জানা গেছে, কাদামাটি, খড়-কাঠ আর প্রতিমা নিয়েই দিন কাটছে তাদের। তাই প্রতিমা ও এর প্রত্যেকটির অনুষঙ্গ তৈরি, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ রাজশাহী মহানগরীর প্রতিমা শিল্পীদের। আগামী ১৮ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হতে যাচ্ছে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি তপন কুমার সেন জাগো নিউজকে জানান, এবার রাজশাহীতে ৪০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৬৭টি। যার মধ্যে মহানগরীর বোয়ালিয়ায় ৪৪টি, রাজপাড়ায় ১০টি, শাহ মখদুম এলাকায় ৭টি এবং মতিহারে ৬টি রয়েছে।
আগামী ১৮ অক্টোবর ষষ্টিপূজার মধ্য দিয়ে এবার শারদীয় দুর্গোৎসব শুরু হবে। পরদিন ১৯ অক্টোবর সপ্তমী, ২০ অক্টোবর অষ্টমী, ২১ অক্টোবর নবমী, ২২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে পাঁচদিনের উৎসব। গত বছর সরকারের পক্ষ থেকে মণ্ডপ প্রতি ৫শ কেজি চাল বরাদ্দ ছিল। এবারো আশা করছেন অনুদান পাবেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এবং স্থানীয় সংসদ সদস্যরা মণ্ডপের জন্যে অনুদান প্রদান করবেন বলে জানান তিনি।
এদিকে, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে মহানগরীর গণকপাড়ার বৈষ্ণব সভা, মিয়াপাড়ায় ধর্মসভা, শেখেরচক ও হড়গ্রাম এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।
এ বিষয়ে মহানগরীর আলুপট্টির প্রতিমা শিল্পী কার্তিক চন্দ্র পাল জাগো নিউজকে জানান, আষাঢ়ের ২০ তারিখ থেকে তারা প্রতিমা তৈরি শুরু করছেন। কাজ প্রায় শেষ। এখন কেবল প্রতিমাগুলোর নকশা করা হচ্ছে। আর এক সপ্তাহের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোতে রং লাগিয়ে সুসজ্জিত করা হবে বলে জানান তিনি।
এদিকে, উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য রাজশাহী মহানগর পুলিশ সদর দফতর (আরএমপি) এবং জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে থানা পর্যায়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা ও মণ্ডপ তৈরি থেকে প্রতিমা স্থাপন পর্যন্ত সব কার্যক্রম ও আচার-অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন সে ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নজর রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার নিসারুল ইসলাম জাগো নিউজকে জানান, এ বছর হিন্দুদের ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৮ তারিখে সব উপজেলায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন জাগো নিউজকে জানান, প্রতি বছরের মতো এবারো শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে