বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৩১
যশোরের বেনাপোল পুটখালী ও রুদুপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকালে সাত শিশুসহ ৩১ নারী-পুরুষকে আটক করছে বিজিবি ও পুলিশ। আটকদের মধ্যে সাত শিশু, আট নারী ও ১৬ জন পুরুষ। এর মধ্যে একই পরিবারের ১০ নারী, শিশু ও পুরুষ রয়েছে। এদের বাড়ি শরীয়তপুর, যশোর, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঢাকা জেলায়।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে রুদ্রপুর সীমান্ত থেকে ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। অপরদিকে বেনাপোল পুটখালি সীমান্ত থেকে আটক করা হয় ৯ নারী, শিশু ও পুরুষকে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই সাহাবুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি ও পুলিশ ৩১ নারী, পুরুষ ও শিশুকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। এর মধ্যে সাতজন শিশু রয়েছে। আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
জামাল হোসেন/এআরএ/বিএ