লক্ষ্মীপুরে পাঁচ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ আলী হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে উপজেলার শান্তিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন উপজেলার তোরাবগঞ্জ গ্রামের মৃত নবী উল্যার ছেলে। সন্ধ্যায় র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব-১১ সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী-পরিচালক এএসপি মো. আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগরের শান্তিরহাট বাজার রোডের ভান্ডারী বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী আলী হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বস্তাভর্তি অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কমলনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাজল কায়েস/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে