ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মোখলেছুর রহমান বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য। সন্ত্রাস, মাদক, বাল্যবিয়েসহ সমাজের যে ব্যাধি তৈরি হয়েছে, তা প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শনিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক হাওর অঞ্চলকে দুর্গম ও অবহেলিত এলাকা উল্লেখ করে বলেন, হাওরের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে। হাওরের থানাগুলোতে পুলিশের সংখ্যা ও যানবাহন বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের এসপি মো. আনোয়ার হোসেন খান প্রমুখ।

এর আগে পুলিশ রিফর্ম প্রকল্পের অর্থায়নে মিঠামইন থানার জন্য একটি স্পিডবোট প্রদান করেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।

নূর মোহাম্মদ/এআরএ/বিএ