ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন ‘বিউটি অব পলিটিক্স’

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

তিনি ছিলেন রাজনীতির সৌন্দর্য্য। পরিচ্ছন্ন, সৎ ও সাহসী রাজনীতিবিদ। তাকে বলা হতো বিউটি অব পলিট্রিক্স। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন বড় মাপের রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন গুণী রাজনীতিককে হারাল। এ অভাব কোনো দিন পূরণ হবার নয়।

‘রাজনীতির সৌন্দর্য্য হিসেবে পরিচিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এমন মন্তব্য উঠে আসে বক্তাদের মুখ থেকে।

শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Kisorganj-1

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী, বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।

এ দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপক্ষে জেলা মহিলা আওয়ামী লীগ স্থানীয় নুরানী এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবশেন করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমসহ অন্যান্য নারী নেত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর