ট্রেনে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মেসার্স এনএল ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ট্রেনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ জরিমানা করে রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেসরকারি ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনা রুটে চলাচল করছে মহানন্দা এক্সপ্রেস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, রহনপুর থেকে রাজশাহী পর্যন্ত ১৬নং মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২৫ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা করে নিয়েছে মেসার্স এনএল ট্রেডিং। এ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দেন এক যাত্রী।
হাসান আল মারুফ আরও বলেন, সোমবার বিষয়টি নিয়ে শুনানি হয়। এতে বিষয়টি প্রমাণিত হয় ও মেসার্স এনএল ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী যাত্রীকে জরিমানার ২৫ শতাংশ টাকা দেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম