ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০২ অক্টোবর ২০১৫

খাগড়াছড়ির মাটিরাঙায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. কবির হোসেন নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মাটিরাঙার বড়নাল ইউনিয়নের পুরান বড়নাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কবির হোসেন উপজেলার তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সাফর আলীর ছেলে।

মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, মাটিরাঙার আইন্দং থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য একটি বাস রিজার্ভ করেন স্থানীয় গার্মেন্ট কর্মীরা। যাত্রীবাহী বাসটি শুক্রবার সকালে পুরান বড়নাল এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে এক গার্মেন্ট শ্রমিক নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন।

তিনি আরো জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস এবং মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো।

এছাড়াও আহতদের দেখতে মাটিরাঙা হাসপাতালে ছুটে যান মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শামছুল হক, মাটিরাঙা পৌরসভার মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসএস/পিআর