সম্প্রীতি সুদৃঢ় করতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ টুর্নামেন্টে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক ২৬টি সংগঠন অংশ নিতে যাচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি সংগঠন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের মসজিদ রোডে গ্র্যান্ড এ মালেক কনভেনশন সেন্টারে ‘ভিক্টোরি কাপ-২০১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর লোগো উন্মোচন করা হয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদরদফতর) মো. আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, সাংবাদিক মো. মনির হোসেন ও আজিজুল সঞ্চয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।
সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাফসান জানান, দ্বিতীয়বারের মতো এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জেলার সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। আগামী ৩০ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে।
আজিজুল সঞ্চয়/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী