শার্শা ও ঝিকরগাছায় বড়দিনের মিলনমেলা
যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নেচে-গেয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। অনুষ্ঠান মিলনমেলায় রূপ নেয়।
দিবসটি উপলক্ষে ফুল, রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয় মনোরম সাজে। ক্রিসমাস ট্রিতে ঝোলানো হয় আলোর মালা। বানানো হয় খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা। সেই সঙ্গে কাটা হয় বড় দিনের কেক। চলে প্রার্থনা ও গীত।
বুধবার বড়দিন হলেও মঙ্গলবার রাত থেকেই উৎসবে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
যশোরের শার্শা উলাশী ও বাগআঁচড়ার পার্শ্ববর্তী ন‘পাড়াসহ এলাকার সবচেয়ে প্রাচীনতম ঝিকরগাছার জগনন্দকাঠি বাঁকুড়া গ্রামের যিশুর পবিত্র জগৎত্রাতার গির্জায় সকালে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন করা হয়। স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ৩০টি পরিবারের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন। তিন দিন চলবে অনুষ্ঠান।
এ উপলক্ষে গির্জায় খ্রিস্টান ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করেন ফাদার ডোমেনিক সরকার। উপস্থিত ছিলেন প্রদীপ সরকার, প্রতাপ সরকার, রনজিৎ সরকার ও পরিতোষ মালি। যিশুখ্রিস্টের জীবনী নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
পরে প্রসাদ বিতরণ, কীর্তন পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন গির্জার ফাদার ডোমেনিক সরকার।
এদিকে দিনটি উপলক্ষে শার্শা উপজেলার উলাশী খ্রিস্টান মিশনে উপস্থিত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
মো. জামাল হোসেন/বিএ